1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন

কবিতা- নায়ের মাঝি কলমে- কামাল উদ্দীন তারিখ -২২/০৬/২০২৫

  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

কবিতা- নায়ের মাঝি
কলমে- কামাল উদ্দীন
তারিখ -২২/০৬/২০২৫

তোমার নায়ের মাঝি বন্ধু,
আমি তোমার নায়ের ঢাল।
তোমার আমার ভালো বাসা,
চলবে চিরকাল।

দিশে হারা পথিক আমি,
জীবনটা বেহাল।
কখন কোন আবহাওয়ায়,
হয়ে যাই মাতাল।

সময়ও পাল্টি খায়,
ছিঁড়ে নায়ের পাল।
যতই আসুক ঝড়-ঝাপটা,
শক্ত গড় হাল।

ক্ষণে ক্ষণে হয়রে দেখা,
জীবন নায়ের রঙ্গের ভেলা।
নাহী বুঝি ভালোমন্দ,
খেলি হরেক রকম খেলা।

সকালের পর বিকেল আসে,
খেলা শেষে বাড়ি।
পুতুল খেলা নয় জীবনটা,
থাকতে সময় জীবন গড়ি।

পাব বলে রইবো না বসে,
কেটে যায় কত কাল?
তোমার আমার ভালো বাসা
চলবে চিরকাল।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট