কবিতা- নায়ের মাঝি
কলমে- কামাল উদ্দীন
তারিখ -২২/০৬/২০২৫
তোমার নায়ের মাঝি বন্ধু,
আমি তোমার নায়ের ঢাল।
তোমার আমার ভালো বাসা,
চলবে চিরকাল।
দিশে হারা পথিক আমি,
জীবনটা বেহাল।
কখন কোন আবহাওয়ায়,
হয়ে যাই মাতাল।
সময়ও পাল্টি খায়,
ছিঁড়ে নায়ের পাল।
যতই আসুক ঝড়-ঝাপটা,
শক্ত গড় হাল।
ক্ষণে ক্ষণে হয়রে দেখা,
জীবন নায়ের রঙ্গের ভেলা।
নাহী বুঝি ভালোমন্দ,
খেলি হরেক রকম খেলা।
সকালের পর বিকেল আসে,
খেলা শেষে বাড়ি।
পুতুল খেলা নয় জীবনটা,
থাকতে সময় জীবন গড়ি।
পাব বলে রইবো না বসে,
কেটে যায় কত কাল?
তোমার আমার ভালো বাসা
চলবে চিরকাল।