দুই পাগলে
হালিমা সুলতানা
তারিখ :২০-০১-২০২৫খ্রি.
এক পাগলে বন্ধু হলো
আরেক পাগল কাছে,
দুই পাগলের ফুর্তি করে
পা ঝুলিয়ে গাছে।
এক পাগলে ঝগড়া করে
আরেক পাগল কাঁদে,
দুই পাগলে মিলেমিশে
সবজি পোলাও রাঁধে।
এক পাগলে চামচ ঘুরায়
আরেক পাগল হাসে,
দুই পাগলে বুদ্ধি করে
মায়াজালে ফাঁসে।
এক পাগলে হাড্ডি খাবে
অন্য পাগল চুষে,
দুই পাগলে মিলেমিশে
বাঘের ছানা পুষে।
এক পাগলের গলায় দঁড়ি
অন্য পাগল টানে,
দুই পাগলে যুক্তি করে
ভাসে নদীর বানে।