কবিতা -দীপ্তিময় জীবন
কবি -উম্মি হুরায়েরা বিলু
জীবনের প্রতি পাতায়
লেখা থাকে কত কথা,
প্রতিটি পাতার ভাজে
লুকায়িত শত ব্যথা।
দুখের অনলে বারে বারে
পোড়ে এই মন,
হাজারো না পাওয়া বেদনা
ঘুমহীন রাতের কারণ।
অভিলাষ ছিল হাজার
মনের গহিনে লুকায়িত,
তিমিরে হারালো সব
বাড়ালো হৃদয় ক্ষত।
কখনো কি জীবনে নব
প্রভার হবে আগমন?
দীপ্তিময় করো এ জীবন
প্রভু এই নিবেদন।