1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন

কবিতা -তুমি_আমি_অনন্ত।                                   কবি: সৈয়দ জাহিদ সরোয়ার 5/3/2025

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

কবিতা -তুমি_আমি_অনন্ত।                                   কবি: সৈয়দ জাহিদ সরোয়ার
5/3/2025

চলো, আমরা কবিতা হয়ে যাই
চলো, আমরা একসাথে একটা চিরকালীন কবিতা হয়ে যাই—
যেখানে সময় থেমে থাকবে, শব্দেরা নিঃশব্দে বলবে আমাদের গল্প।
আমি হবো তোমার হৃদয়ের প্রথম ছায়া,
তুমি আমার নিঃশ্বাসে লেখা শেষ প্রার্থনা।
তুমি থাকলে আর কিছু চাই না,
তোমার চোখে আমি খুঁজে পাই আশ্রয়ের ঘর,
তোমার হাতে আমার সমস্ত ক্লান্তি জমা রাখি—
ভালোবাসা হয়ে, আশ্রয় হয়ে, অনন্ত হয়ে।
চলো, ভাঙনের ভয় না রেখে আমরা গড়ে যাই
একটা মিথ্যা না,
একটা সত্য—
যেটা বইয়ে লেখা থাকে না,
যেটা শুধু হৃদয়ে বোঝা যায়।
তুমি আমি—দুটো শব্দ,
একটা পৃথিবী,
একটা প্রেম,
যা মৃত্যুর পরেও রয়ে যাবে বাতাসে,
গোধূলির আলোয়, অশ্রুর শেষ ফোঁটায়।
চলো, আমরা কবিতা হয়ে থাকি
সেই পাতায়,
যেখানে অন্য কেউ আর কিছু লিখবে না।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট