কবিতা টেডি-ডে
কলমে পারিজাত রক্ষিত
তারিখ:-২৪-০৫-২০২৫
জন্ম থেকেই নাচছি আমি
হাতের পুতুল হয়ে,
ভাগ্য সদাই বিমুখ হয়ে
চিরতরে গেল রয়ে।
পড়ুয়া বেশে নেচেছি কত
শিক্ষকদের কথায়,
সুখের চাবি হারিয়ে গেছে
খুঁজবো তারে কোথায়।
কর্মসূত্রে নেচেছি সদাই
মালিকের ইশারাতে,
কালো কে সাদা বলেছি কত
চোখ বুজে কোন মতে।
বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে
নেচেছি পাখির মতো,
বয়ে এনেছি ছোট্ট ঠোঁটেতে
আবদার ছিলো যত।
বৃদ্ধ বয়সে নেচে চলেছি
নাতি-নাতনির সাথে,
বাঁদর সেজে ঝাঁপাই যখন
আনন্দে সবাই মাতে।
রোগ শয্যায় নাচছি আজি
অদৃশ্য সুতোর টানে,
টেডি-ডে তাই বিলাসিতা
মরণ বলছে কানে ।