জ্যান্ত মরা
স্বপন আহমেদ বাদ
দিলে দিলে মিশে গেলে
ভালোবাসা হয়,
মনের সাথে মনের মিলন
হলেই প্রেমের জয়।
গানে গানে পাখি ডাকে
ফাগুনের ঐ বনে,
একা একা বসে আছি
দুঃখ ভরা মনে।
ভোর বেলাতে উঠোন-মাঝে
দেখি মিষ্টি আলো,
হৃদয়-প্রদীপ নিভে গেছে
শুধুই দেখি কালো।
শ্রাবণ-কালে বৃষ্টি দেখে
পড়ে তোমায় মনে,
স্মৃতির ভাঁজে দুঃখ সবই
ভাসে চোখের কোনে।
কাটে জীবন এমনি করে
কালবৈশাখী ঝড়ে,
জীবন জুড়ে আঁধার ঘেরা
আছি জ্যান্ত মরে।