কবিতা -জ্ঞানের পথে
কলমে- চন্দন বৈদ্য
তারিখ-১১/০৬/২৫
জ্ঞানের দানে ওস্তাদ সবে
ছড়াতে ব্যাস্ পারি,
সুযোগ পেলে উজাড় করে
জ্ঞানের বুলি ছাড়ি।
লোভের বশে জ্ঞানের কথা
আমরা সবাই ভুলি,
নীতির কথা সবই তখন
রাখি মাথায় তুলি।
জ্ঞান কথায় ভাবে চালাক
আছিরে সৎ পথে,
পরের দোষে ধরতে ওস্তাদ
চড়ি সত্যের রথে।
মুখোশ পড়ে ভদ্রলোকের
ঘুরে বেড়ায় কত,
অসৎকর্মে ব্রতী হয়ে
মুখে মিষ্টি শত।
নিজে ধর্ম পালন করে
অপরে জ্ঞান দেয় যদি,
উনি মহান মানুষ তবে
বয়ে পবিত্র নদী।
ভালো কথায় ফুল ঝরাও
দাও যে জ্ঞানের আলো,
সৎ আদর্শে মহাজ্ঞানীয
তুমি করো ভালো।