1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:০৬ অপরাহ্ন

কবিতা : জোয়ার ভাটা কলমে: বিথী চাকমা তারিখ :১০/০২/২০২৫

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

কবিতা : জোয়ার ভাটা
কলমে: বিথী চাকমা
তারিখ :১০/০২/২০২৫

দিছো মোরে বিষে ভরা বাণ
আমি তা মধু ভেবে করিয়াছি পান,

দিছো মোরে বুক ভরা ব্যাথ্যা
আমি সুখ ভেবে বুকে লোই জড়াইয়া ,

তোমার লাইগে অশ্রু জ্বরে দু নয়নে
তোমার অশ্রু শুকায় অন্য মায়ার তরে,

প্রেম চাইনি আমি চেয়েছিলাম ভালোবাসা
হতে চাইনি আমি আধুনিক প্রেমিকা,
আমি হতে চেয়েছি নব্বই দশকের প্রেমিকা।

মোরে চাইলে চাইলে না মনতারে
ভাবিয়া দেখলাম এই কেমন সহসাঁই,

মনের দাম নাই যেইখানে, আছে রূপের দাম,
ক্ষণিরে সময়ে সুখের ঘর, লইব কেন কাঁধে?

আমি লোইব তোরে বিরহে বাঁধিয়া মনে
লইবো না সুখে ঘর বাঁধিয়া আপন তরে,

দূর হতে আমি দেখিব তোরে আনমনে
ভালোবেসে দুঃখ করিব বরণ,
এই হয়বে মোর জীবনে হৃদয়ে আত্নগোপন।

পুরানো কথা লেখা হোক ডায়েরিতে
আমি বার বার দেখিব তোরে ভোরের আলোয় হাসতে,

তোমারি সুখের তরে আমি লইব দুঃখ
কভু হতে চাহি না আমি আধুনিক প্রেমিকা।

চেয়েছিলাম তোরে সাধারণ মানুষ হয়ে
হইবা তুমি নব্বই দশকের প্রেমিক।

দুটি মনের অন্তরালে জগৎ জুড়িয়া নাই কো
ধনী গরিবের ভেদা ভেদ, যে লইবে আপন চিত্তে
সেই হইবে তোমারি ঘরে মিলন সুধায় রাজ রানী সেজে।

সময়ের অপেক্ষা প্রহরে এসেছে জোয়ার ভাঁটা
আপন দুয়ার খুলে গেছে সব ছাড়িয়া ,
ভেঙ্গে গেছে মনের দুয়ার।

খুঁজিয়া ফিরিয়া দেখিছিনু তােরে
পাইলাম না আর এই ভুবন জগৎ জুড়ে,

বিরহ জেগেছে আপন চিত্তে,
হৃদয় অঙ্গনে আর্তনাদের চিৎকার।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট