কবিতা -জেদ
কবিঃ মোঃ মশিউর রহমান
জেদ করে হয় নিঃস্ব অনেক
জেদ করে হয় উন্নতি
জেদ করে কেউ সংসার হারায়
জেদে আনে দূর্গাতি।
জেদ করে কেউ হয় যে সফল
জেদে আনে উন্নয়ন
জেদ করে কেউ ভূল ঠিকানায়
কেঁদে ভাসায় দুই নয়ন।
জেদ করে কেউ আকাশ ছোয়ার
গড়তে জীবন প্রতিষ্ঠায়
চলার পথে হোচট খেলেও
চেষ্টা করে পূনরায়।
জেদ করবো ইতিবাচক
জেদই সুখের আসন
গড়বো জীবন ন্যায়নীতিতে
করবো জেদের বিচরন।।