কবিতা- চল ছুটে চল জিহাদে
কলমে – কামাল উদ্দীন
তারিখ -১৪/০৬/২০২৫
চল ছুটে চল সকল তোরা,
বিশ্বের মুসলমান।
সকল মিলে ঝাঁপিয়ে পড়ি,
বাঁচাতে ফিলিস্তিন।
জ্বলছে আগুন, পুড়ছে রে মন,
বিষাক্ত ধোঁয়ায় ফিলিস্তিন।
রক্তাক্ত, ক্ষুধার্ত, ঝড়ছে তাজা প্রাণ,
জ্বলছে গাজা, জ্বলছে শিশু, জ্বলছে ফিলিস্তিন।
রক্তের স্রোতে ভাসছে যেন,
গাজার এ মরুভূমির ময়দান।
রক্ত ও প্রাণ নিয়ে করছে খেলা,
নাস্তিক, বেদুঈন, কাফের, বেইমান।
নীরব হয়ে থেকো না কেহ,
চল ছুটে চল জিহাদে।
এমন সুযোগ পাবনা কেহ,
পাওয়ার সুযোগ বেহেশতে।
বাক হীন ভয়ে কাতর,
ফিলিস্তিনি শিশু।
সুষম খাবার ভাগ্যে নেই,
লতা- পাতা আরও খাচ্ছে অনেক কিছু।
পানি ও প্রাণ হীন গাজা, মরুভূমির ন্যায়-
চার দিকে শুধু হাহাকার,
এ প্রাণ যানি কখন যায়।
গাজা আর গাজা নেই, অদৃশ্য প্রায়।
এমন দৃশ্য দেখে মোরা,
কেমনে নীরব থাকি?
চল ছুটে চল সকল তোরা,
ছিনিয়ে বিজয় নিশান আনি।