কবিতা :: “ঘুম নেই চোখে”
স্বরচিত ::;তানিয়া শারমীন তানিশা
এখন অনেক রাত জেগে আছি শুধু আমি
ঘুম নেই চোখে
ঘুমটা কে জেনো ভেংগে দিলো
জানি আমি কে সে
স্বপ্নে আমি তাকে মজনু বলে ডাকি
আমি তার লাইলী
আমি স্বপ্ন দেখতে ভালোবাসি যদি স্বপ্নটা
মজনুকে ঘিরে হয়
আজ ও ঘুম ভেংগে গেলো মজনু লাইলীকে
জড়িয়ে ধরলো।।
স্বপ্ন দেখি ঘুমের ঘোরে লাইলী ডাকটি শুনতে ভালোই
লাগে।।।
জেগে জেগে স্বপ্ন দেখবো আজ
ঘুম নেই চোখে অনেক রাত এখনো রাত্রির নিস্তব্ধতা কেটে যায়নি
হঠাৎ মনে হলো পাশে কে যেনো দাঁড়িয়ে
মজনু তুমি
এত রাতে স্বপ্ন দেখছি না তো
গায়ে চিমটি দেই
হে তুমি সত্যিই তুমি
তিন সত্যি তিন সত্যি
কিভাবে বুঝলে আমি তোমার জন্য রাত জেগে বসে
আছি
স্বপ্ন দেখছি না তো
আজ তুমি আমি রাতের নিরবতাকে জাগিয়ে দিবো
আজ স্বপ্ন পুরন হবে
স্বপ্ন ছিলো তোমাকে নিয়ে
তুমি আমার হবে চিরদিন পাশে থেকে
ঘুম ভাঙবে না
রাত জেগে জেগে তোমার কথা মনে হবে না
সব সময় তুমি আমারি থাকবে।।
হঠাৎ তাকিয়ে দেখি মজনু নেই
রাত জেগে জেগে আমি ক্লান্ত ঘুম নেই চোখে
চেয়ে দেখি তুমি নেই পাশে
একা একা আজ ও স্বপ্ন দেখি জেগে জেগে
ঘুমের ঘোরে
স্বপ্নটা আমার মজনুকে ঘিরে।
০৩/১১/২০২৪
তানিয়া শারমীন তানিশা