কবিতা:-ক্ষয়
কলমে :- মহামায়া রুদ্র
তারিখ :-৩০-০৭-২০২৫
মরচে ধরা এই জীবন
ক্ষীণ গতিতে চলে বয়ে
ধীরে, ধীরে পথ হারায়
ক্ষয়ে যায় রং,রূপ, গন্ধ।
চিরস্থায়ী নয় যেন কিছুই
কর্মেই যে তার প্রকাশ,
তবুও অবুঝ মন জাপ্টে ধরে
ফেলে আসা বহু স্মৃতি।
ভালোবাসায় জয় করতে চায়
অবুঝ ক্লান্ত দেহ মন।
নিজেরে কাঁদায়, ভাসায় কভু হাসায়।
বিষন্ন মনে দাগ কাটে
কত অভিমান, অনুরাগ।
বন্দী হয়ে রয় আশা-আকাঙ্ক্ষা
জীবনের পড়ন্ত বিকেলে।
যত বেদনা আমাতেই নিয়েছে ঠাঁই
রুদ্ধ দ্বারে জরা জীর্ণ দেহতরী
অশ্রুরে-ই করেছে সম্বল।