কবিতা -কালো চশমা
কবি -হালিমা সুলতানা
তারিখ:০৯-০২-২০২৫খ্রি.
মুখে দিলাম তালা
সবার চাই যে ভালা।
নিজের কর্মে নিজে ফেঁসে
জীবন যায় যে সদা কেঁশে।
সত্যি কথা বলতে মানা
চক্ষু থাকতে আমি কানা।
নেশার ঘুরে জীবন
সাদা তিতু লবন।
হাতের মাঝে কালি
চোখে ধূলো বালি,
পিটপিটিয়ে চুপসে দেখি
এতো আমড়া কাঠের ঢেঁকি।
কুটকুটিয়ে কাটছে সমাজ
এটাই পোকার আজ আসল কাজ।
দুই দিন পরে আমি
এই সমাজে দামী।
দুর্নীতি সব আপন
রঙিন জীবন যাপন।
এইতো আছি অনেক ভালো
টাকার পাহাড় সবই কালো।
এমন রাস্তা কজন চিনে
অর্থ আসে কষ্ট বিনে।
কালো চশমার মাঝে
ডুবি আপন কাজে।