কবিতা- কামালের হৃদয়ে জুলেখা
কলমে – কামাল উদ্দীন
তারিখ -০৫/০৭/২০২৫
তুমি এ-তো বদলে যাবে,
ভাবেনি তা আমি আগে।
তোমার কথার আলোয় চলতে গিয়ে,
পড়েছি আমি মরণ ফাঁদে?
তুমি কামালের হৃদয়ে,
জুলেখার বেশে বলেছিলে?
কথার মাঝে যেন প্রাণ থাকে,
যেন থাকে বাঁচার ভরসা।
তাই আজো আমি তোমায় চেয়ে, প্রতিক্ষণ, প্রতিমুহূর্তে।
জুলেখা খুঁজি কামালের মাঝে,
বল কোন উপায়ে পাবো তোমারে?
নিজ কামালের হৃদয় জুড়ে,
জুলেখার বসবাস এ অন্তরে।