1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

কবিতা :কণ্ঠে আওয়াজ, মনে বিদ্রোহ  কবি- জাহিদ সরোয়ার 27/6/24

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪৭ বার পড়া হয়েছে

কবিতা :কণ্ঠে আওয়াজ, মনে বিদ্রোহ
কবি- জাহিদ সরোয়ার
27/6/24

তোমরা যারা নিরবতা চেয়েছিলে,
তোমরা যারা ভেবেছিলে শিকল বেঁধে মেয়েদের থামাবে—
তাদের মুখের ভাষা কেড়ে নেবে,
তোমাদের ভুল প্রমাণ করেছে এই আন্দোলন।
সরকারি আসনে বসে যারা শোষণের তিলক এঁকে
একনায়কতন্ত্রের মুকুট পরেছে,
তাদের দরবারে আজ বাজছে মেয়ে কণ্ঠের বজ্রধ্বনি।
বসন্তের বাতাসে ফেটে যাচ্ছে শোষণের দেয়াল,
তোমাদের পতনের দিন এসে গেছে।
তুমি বলেছিলে,
“এতো কিছু বোঝার দরকার নেই, ঘরে থাকো।”
কিন্তু ঘরে বসে থাকা মেয়েরাই
আজ রাজপথে চিৎকার করে বলছে—
“আমার অধিকার ফেরত দাও,
আমার মাটি, আমার আকাশ ছিনিয়ে নেব।”
তোমরা কাকে থামাবে?
আমাদের?
আমরা তো নদীর স্রোত।
তোমাদের বাঁধ ভেঙে,
আমরা জাগিয়ে দেব ঘুমন্ত জনতাকে।
তোমাদের একনায়কতন্ত্র আর টিকবে না
এটা আমার, আমাদের দেশের প্রতিজ্ঞা।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট