কবিতা:- কখনো কষ্ট হয়
লেখিকা:-মহামায়া রুদ্র।
তারিখ:-১৪-০৫-২০২৫
গাছেরা কষ্ট পায়, পাতা ঝরে গেলে।
ফুল ও ফল না হলে,
কবি মন কষ্ট পায় –কখনো
অনাদরে ঝরে যায়।
কবির মন নানান ভাবনায় প্রকাশ সারাক্ষণ।
কখনো ঝলমলে সূর্যের প্রখর তেজ ,আবার কখনো শান্ত বাতাস, ভালোবাসার আবেগ।
আবার কখনো মেঘ জমে হৃদয়ের গভীরে।
যেমন রাত্রিরা কষ্ট পায় আধার নেমে এলে।
ভয় হয়, হঠাৎ যদি ঝড়ের সাথে আসে তুফান।
ভাসিয়ে দিতে পারে বালুচর, নতুবা ভাসিয়ে দিতেও পারে স্বপ্নের সাজানো ঘর দুয়ার।
কখোনো আনন্দের উজানে বিচিত্র ভাবনার স্রোত আবার কখনও সবুজে সবুজে মাখামাখি।
অক্ষরের পর অক্ষর সাজিয়ে
সুখ দুঃখ হাসি কান্নার ছবি আঁকতে আঁকতে কখোনো কঠিন বাস্তবের মাটিতে আবার কখোনো স্বপ্নের কাল্পনিক সৌরভে ভেসে যাওয়া।
যা কিছু দেখে কল্পনার জালে রং তুলি দিয়ে কত যে ছবি আঁকে!
কখনো বা ঘরের কোনে, আবার কখনো খোলা আকাশের নিচে,
অথবা পাহাড়ে কিংবা সমুদ্রের তীরে
শিশির ভেজা প্রান্তরে।
ছয় ঋতু বারো মাসের ছবি কবি তাঁর মনের ভাবনায় প্রকাশ করেন, আবার কখনও অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠে কবির কলম প্রতিবাদের ভাষায়।
কবি লেখেন মনের খাতায় অক্ষরের পর অক্ষর সাজিয়ে শব্দের মালা। কখনো সমুদ্র সৈকতে, আবার কখনো গাছের ডালে হাজার কুঁড়ি আর কচি পাতার খুশির ভাষা।
ফুল ও প্রজাপতির মনের ব্যথার সাথে কল্পনার জাল বুনে রঙিন পাখায় ভর করে,
উড়ে যায় নীলিমায় পাখির মতন ।
রঙিন স্বপন আঁধারে মেশে
সবকিছু নিয়েই কবিদের জীবন।
কবির মৃত্যু হয় না বেঁচে থাকে মনে, খাতায়, আর বইয়ের পাতায়।