1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন

কবিতা -আমি আর দেখিনা যত স্বপ্ন  কবি -অন্তি চাকমা।

  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

কবিতা -আমি আর দেখিনা যত স্বপ্ন
কবি -অন্তি চাকমা।

একটা সময় প্রচুর স্বপ্ন দেখা হতো,
এখন সমস্ত স্বপ্নগুলোতে মলিনতার
ছাপ পড়ে গেছে,
আমার স্বপ্ন দেখা কমে গেছে
আমি এখন স্বপ্ন হীন, আশা হীন
আমার এখন স্বপ্ন দেখা বারণ,
আমার স্বপ্নরা এখন ধূলিকণায়
মিশে গেছে কোনো পথের বাঁকে।
আমি এখন বন্ধ করেছি
আমার যত আশা আকাঙ্ক্ষা।
ইচ্ছে গুলোকে দিয়েছি কবর,
যতটুকু দেওয়া যাই মাটি চাপা।
আমার স্বপ্নে মরিচার রং লেগেছে
সবিই এখন নষ্ট হওয়ার পথে।
একদিন দুইদিন করতে করতে
ঠিক একদিন বিলুপ্ত হবে।
হারিয়ে যাবে কোনো প্রাচীরে
যেখানে উদ্ধারের কোনো
পদ্ধতিতে নেই।
উড়ে যাবে কোনো বাতাসের সাথে
দিক বেদিক ঠিকানা না জেনে,
রাখিনা আর মিথ্যে আশ্বাস
দিন শেষে যেখানে জমে
কেবল দীর্ঘশ্বাস।
রাখিনা মনের যত ইচ্ছে
হারিয়ে যাক কোনো
অচেনার পথে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট