কবিতা -আমাদের জেলা সিরাজগঞ্জ
-(আমার দেখা ও আমার জানা)-
কবি -মহসিন আলম মুহিন
আমরা গর্বিত আমাদের জেলা সিরাজগঞ্জকে নিয়ে,
আছে অনেক ইতিহাস ঐতিহ্য সিরাজীর "গঞ্জ" পেয়ে।।
বেলকুচির মহান মানুষ সিরাজ উদ্দিন চৌধুরী,
তার হাতে নিলামে কেনা মৌজা ভুতের দিয়ার জমিদারী।।
কালের পরিক্রমায় ভুতের দিয়ার আজকের এই জেলা,
সিরাজ চৌধুরীর নামে নামকরণ সিরাজগঞ্জ-হাট বাজারের এক মেলা।।
পাট উৎপাদন আর পাট সরবরাহে সিরাজগঞ্জ সেরা,
নারায়ণগঞ্জের পরে পাট রফতানিতে এই জেলা নামকরা।।
ঢাকা থেকে উত্তর-পশ্চিমে একশত পঁচিশ কিলোমিটার দূর,
মনোরম শহর পুণ্যভুমি, ইতিহাস আর ঐশ্বর্য্যে ভরপুর।।
নয়টি উপজেলা, ছয়টি পৌরসভা সহ উন্নত এক জেলা,
জেলাতে জন্ম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী রাজনীতির এক ভেলা।।
অনেক জ্ঞানী, অনেক গুণী ছিলো, আছে এই জেলার প্রাণ,
বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা সলঙ্গার আব্দুর রশীদ তর্কবাগীশ এই জেলার সন্তান।।
ভাষা সৈনিক আঃ মতিন ও ভাষা সৈনিক আলী আজমল বুলবুল সহ অনেক গুণীজনে ভরা,
কবি ইসমাইল হোসেন সিরাজী, ডঃ নজীবর রহমান সাহিত্যরত্ন, সাহিত্যিক বরকতুল্লাহ এরাও ছিলেন কৃতিত্বে সেরা।।
জেলার গর্ব বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ফোকলোরবিদ উপাচার্য ডঃ মাজহারুল ইসলাম;
ভাষা বিজ্ঞানী সাহিত্যিক ডঃ আবদুল্লাহ আল-মুতি-শরফুদ্দিন, মরহুম মৌলভী রওশন আলী খন্দকার, কবি মহাদেব সাহাকে হাজার সালাম ও প্রণাম।।
কবি মোহন রায়হান, কবি রজনীকান্ত সেন, অভিনেত্রী সুচিত্রা সেন, কামাল লোহানী, ফতেহ লোহানী, বিখ্যাত সাংবাদিক ও উপস্থাপক ফজলে লোহানীর মত গুণী;
আরও অনেক গুণী ও সাহিত্যিকদের এই জেলা জননী।।
মুক্তিযোদ্ধা সমাচার, যাদের জন্য গর্বে ভরে উঠে বুক যারা জেলার অহংকার-আবদুর রউফ পাতা-(ভিপি), মোতাহার হোসেন তালুকদার এমএলএ, মোমিন তালুকদার এমএলএ, সৈয়দ হায়দার আলী এমপিএ, সৈয়দ হোসেন মনসুর, মহিউদ্দিন আলমগীর, আমির হোসেন ভুলু, আবদুল আজিজ মীর্জা, মরহুম রওশনুল হক এমপিএ, আনোয়ার হোসেন রতু, কে বি এম আবু হেনা এমপিএ, আজিজুল হক বকুল, খ. ম.আখতার হোসেন, মরহুম শাহজাহান আলী তারা, বিমল কুমার দাস, আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, কে এম হোসেন আলী হাসান, শফিকুল ইসলাম শফি, ফজলুল মতিন মুক্তা, আবু ইউসুফ সূর্য্য, গোলাম হায়দার খোকা, রবিউল ইসলাম-(গেরিলা), কমান্ডার আব্দুর রহমান, কমান্ডার আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন-(চৌহালী), বাহাজ আলী কমান্ডার, শেখ আলাউদ্দিন, রাইফেলস ক্লাব সদস্য জহুরুল ইসলাম মিন্টু, আমজাদ হোসেন-(সেনা সদস্য), গাজী শাহজাহান আলী মোল্লা খোকন-(বেতিল), গাজী মোঃ মুজাম্মেল হক মুজাম-(খামার গ্রাম), গাজী মোঃ সাইদুর রহমান-(জননেতা ও সমাজসেবক এবং সাংবাদিক বেলকুচি), মুক্তিযোদ্ধা ও বিখ্যাত পপ সম্রাট গায়ক আজম খান-(বেলকুচি), বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভাষানী (তামাই), গাজী মোঃ আজহার আলী-(ভাঙ্গাবাড়ী), গাজী মোঃ শওকত আলী-(খামার গ্রাম), গাজী মোঃ মেশকাত আলী-(খামার গ্রাম), গাজী শামসুল আলম সামু-(খামার গ্রাম), বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মরহুম আবুল কাশেম মাল-(প্রতিষ্ঠাতা সভাপতি খামার গ্রাম ডিগ্রী কলেজ-খামার গ্রাম), বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও মানুষ গড়ার কারিগর বাবু ভোলানাথ শাহা(খামার গ্রাম), বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও জনদরদী খন্দকার জাহাঙ্গীর হোসেন -(খামার গ্রাম), বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাকিম-(বেতিল-কাদের প্রিন্সিপালের স্বজন), মুক্তিযোদ্ধা মরহুম আবুল কাশেম মন্ডল-(বেতিল), গাজী মোঃ আব্দুস সাত্তার-(বেতিল), প্রমুখ জেলার বীর মুক্তিযোদ্ধা ও জাতির শ্রেষ্ঠ সন্তান-
আরও আছেন লুৎফর রহমান অরুণ, সোহরাব আলী সরকার, মোজাফফর হোসেন মোজাম, ইসাহাক আলী,
মোহাম্মদ হোসেন, বাহাদুর আলী, আজমল হক, শাহ আলী আকন্দ বীরবিক্রম, আশরাফ আলী আকন্দ, সিরাজুল ইসলাম খান, আব্দুর রশিদ-(বেড়া খারুয়া), আবু সামা-(গোপালপুর), গাজী নুরুল ইসলাম-(বেলকুচি), গাজী মোঃ নুরুল ইসলাম মুন্সী-(চন্দনগাতী-আসাদ ও হাজী আরিফের বাবা), প্রয়াত বাবু বংশী বদন শাহা-(বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক-বেলকুচি-শাহপাড়া), গাজী মোঃ আব্দুল বাকি-(বেড়া খারুয়া), এ কে এম মাহবুবুল ইসলাম এমপিএ, রওশন ইয়াজদানী ভুঁইয়া বীর প্রতীক, হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, গোলাম কিবরিয়া, টি এম শামীম, মোঃ আব্দুর রহমান এমপিএ ও রফিকুল আলম খান ও মহকুমা প্রশাসক শহীদ শামসুদ্দীন-(জন্ম টাঙ্গাইল)-সহ অনেক নাম জানা-অজানা জেলার বীরাঙ্গনাদের রয়েছে কৃতিত্ব পূর্ণ অবদান।।
সাবেক শিল্প মন্ত্রী আবদুল্লাহ-আল-মাহমুদ, সাবেক প্রধান মন্ত্রী ক্যাপ্টেন মনসুর(জাতীয় চার নেতার একজন), সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু;- বিজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট চক্ষু চিকিৎসক বিভিন্ন মন্ত্রনালয়ের সাবেক সফল মন্ত্রী ও সাবেক উপপ্রধানমন্ত্রী ডাঃ এম.এ. মতিন-
আরো আছেন বীর মুক্তিযোদ্ধা ও সংগঠক মরহুম আব্দুল লতিফ মীর্জা-(এমপি ও সাবেক প্যানেল স্পীকার-উল্লাপাড়া), আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম খান-(সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী-নিবাস উল্লাপাড়া), সাবেক এম.পি মীর্জা মোঃ মুরাদুজ্জামান, সাবেক সফল মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা জনাব আঃ লতিফ বিশ্বাস এমপি-(মৎস ও পশুসম্পদ মন্ত্রনালয়-নিবাস বেলকুচি), বিশিষ্ট শিল্পপতি ও সাবেক এমপি আব্দুল মজিদ মন্ডল-(রূপনাই),
সাবেক সফল স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিভিন্ন সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত সফল মন্ত্রী মরহুম জননেতা জনাব মোঃ নাসিম সাহেব-(কাজিপুর-সিরাজগঞ্জ), ডঃ মোঃ সেলিম-(কাজিপুর-সিরাজগঞ্জ), ডঃ জান্নাত আরা তালুকদার হেনরী-(সাবেক এমপি-সিরাজগঞ্জ), মোছাঃ রুমানা মাহমুদ-(সাবেক এমপি-সিরাজগঞ্জ), ডাঃ হাবিবে মিল্লাত মুন্না-(সাবেক এমপি-সিরাজগঞ্জ), বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ ইউসুফ তালুকদার, মোঃ জাহিদ হাসান-(অভিনেতা-সিরাজগঞ্জ), বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা মোঃ আশরাফ উদ্দিন উজ্জল-(সিরাজগঞ্জ), ছবি বিশ্বাস-(অভিনেতা), মোঃ আলী রাজ-( অভিনেতা), জনাব মোঃ আখতার হোসেন-(ভূমি সহকারী কর্মকর্তা মাছিয়া কান্দি-সলংগা-উল্লাপা