কবিতা- আদর সোহাগ
কলমে -চন্দন বৈদ্য
তারিখ-১২/০৬/২৫
আদরযত্ন সোহাগ যেথায়
স্নেহ মায়ের বোল ,
ভালোবাসার স্নেহ ভরা
ওই যে মায়ের কোল।
প্রেমের বন্ধন মিষ্টি ছোঁয়া
যেথায় আমি পাই,
শুভ্র ভোরে মায়ের বুকে
আনন্দে গান গাই।
বাবা মায়ের আদর স্নেহ
কিসে ভুলি হায়,
দুঃখে ভরে মন যে আমার
বিদেশ ভূমে যায়।
আজ যে আমি যা পেয়েছি
সবই তাঁদের দান,
পারিবারিক শিক্ষা দিয়ে
বাড়ান আমার মান।
মনের মাঝে দ্বিধা দ্বন্দ্ব
করে নিরসন,
অজ্ঞানতা কুসংস্কার
দূরে সরে মন।
তাঁর অবদান অসামান্য
নেই তুলনা আর,
হৃদয় ছোঁয়া প্রেম প্রীতি
পাই যেন বারবার।