কবিতা- অন্যায় জুলুম
কলমে _চন্দন বৈদ্য
--০৪/১১/২৪
অন্যায় জুলুম করে যারা
তাদের সঙ্গ ছাড়ো,
শান্তি সুখের স্বদেশ গড়াতে
সামনে সদা বাড়ো।
দেশের মাটিতে সোনা ফলাও
মাথা উঁচুতে তুলে,
কৃষক শ্রমিকদের দাও অধিকার
জাতিভেদ প্রথা ভুলে।
গগনে লিলিহান শিখা
গর্জে উঠে জওয়ান,
ভেকধারী পাষন্ডদের শাস্তি দিতে
শান্তির পথে হও আগুয়ান।
শান্তির বাণী ধ্বনিত হোক
দেশ হতে দেশান্তরে,
কুহেলিকাসম ভন্ড পাষন্ডদের
বিচার চাই অন্তরে।
নতুন শান্তিময় স্বদেশ গড়বো মোরা
আমাদের এই আশা,
মেহনতী মানুষের জয়গানে
প্রাণে জাগে নব ভাষা।