শিরোনাম - অনুভবে তুমি,
কলমে-কাশফিয়া ইসলাম
নির্জনে ঠিক একা একা, রাত নিশিতে জেগে থাকা,
দুর আকাশের চন্দ্রটাকে যেমন মায়ায় চুমি।
ঐ চাঁদ শোভাতে জেগে থাকা, হৃদ গহীনে পোষে রাখা,
ঠিক তেমনই এক ভাললাগার অনুভূতি তুমি।
নিঃসীম ঐ সাগর জলে, যেমন ভীষণ উর্মী দোলে,
পুলক তুলে উপকূলে নিংড়ানো সে জল।
তেমন তোমার কাছে আাসা, একটু ছোঁয়া ভালবাসা,
হৃদ গহীনে উপচে পরে ভীষণ খুশির ঢল।
যেমন পাহাড় বুকে ঝর্ণাধারা, রূপ শোভাতে সীমা হারা,
তার নির্ঝরণী কলধ্বনি আকুল করে মন।
ঠিক তেমন শোভায় হৃদয় পটে, আকুলতার কুসুম ফুটে,
তুমি কল্পপ্রেমে নয়ন ফ্রেমে থাকো সারাক্ষণ।
আকাশ তাহার বিশাল বুকে, গ্রহানু সব পোষে রেখে,
আনন্দে সে যেমন ছড়ায় সুখের আবেশ নীল।
আমিও ঠিক তেমন খুশে, বুকের ভেতর তোমায় পোষে,
সে এক ভীষণ রকম অনুভবে শান্ত করি দিল।
সেই বায়ু মিটায় প্রানর ক্ষুধা, মহাবিশ্বের জীবনী সোদা,
যেমন'ই সে প্রাণের উৎস এ বিশ্ব ধরা তলে।
তেমন তোমার প্রেমের বন্ধন, এ হৃদয়ের পালস স্পন্দন,
বুকের ভিতর প্রান পাখিটা টিক-টিকিয়ে চলে।