1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

কবিতা ঃ শকুনের আহাজারি লেখক ঃ আনোয়ার হোসেন ফকির

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পড়া হয়েছে

কবিতা ঃ শকুনের আহাজারি
লেখক ঃ আনোয়ার হোসেন ফকির

রক্তাক্ত বাংলাদেশে হাজারো প্রাণের বিনিময়ে একটি রক্তস্নাত বিজয়,
এ বিজয় ছাত্রজনতার আত্মত্যাগের বিজয়,
নিরস্ত্র নিরন্তর মজলুম নিপীড়িত জনতার বিজয়।
তবু কেনো শকুনের এই নির্লজ্জ আহাজারি, আবারো স্বপ্ন দেখে নব সিংহাসনের, মানিতে চাহেনা নির্মম পরাজয়।

তুমি মানো না-ই বা মানো এ বিজয় ছাত্রজনতার মহান বিজয়।
পনেরটি বছর লুটেপুটে খেয়েছে বাংলার মাটি
উল্টপাল্ট করে দিয়ে ছিলো ঐ স্বৈরাচারী ঘসেটি।
প্রতিরোধ আর প্রতিবাদের জনরোষে পালিয়ে– দেশ ছেড়ে কাপুরষের মত বিদেশ দিয়েছে পাড়ি,
তবু কেনো শকুনের এই নির্লজ্জ আহাজারি।
শকুনের শাবকেরা আজ বাংলাদেশের অস্তিত্ব নিয়ে করছে টানাটানি,
এরা তো এখন আর মানুষ নয় এরাই হিংস্র হায়েনা আমরা কেউ মানি বা নাই-বা মানি।
পরাজয়ের ক্ষুব্ধ হিংস্রার লেলিহান শিখায় ওরা চায় জ্বালিয়ে দিতে বাংলার সবুজ প্রান্তর,
মিথ্যা স্বপ্নে বিভোর ঐ হায়েনারা যাদের অস্তিত্বই আমাদের কাছে অবান্তর।
এত নির্মম পরাজয়ের পরেও কেনো এরা করে বারাবাড়ি,
দেড় যুগ ধরে দু-হাতে লুটেপুটে কামিয়েছে টাকা পয়সা কাঁড়ি কাড়ি,
তবু কেনো শকুনের এই নির্লজ্জ আহাজারি।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট