কবিতা:হামার সুখ
কবি:শরীফ এলাহী
তোয়ার সুখে আমি সুখি হবো
তোয়ার ভেতর আমি ডুবে রবো
না পাই যদি তোয়ার দেখা
জীবনটা যে হবে ফাঁকা
চলবো কেমন করে বল আমি একা একা।।
নতুন সঙ্গীকে নিয়ে ভালোই সুখে আছিস
এখনো কি তুই হামারে একটু ভালো বাসিস
একা একা আমি যে আজ বনজঙ্গলায় ঘুরছি
মনে মনে আমি তোয়ার কথা যে কইছি
তোয়ায় পেতে এখন হামার পাহাড় সমান বাঁধা।।
তোয়ার চোখে আমি এখন শুধু যন্রণা
এমন সময় গিয়েছে আমিই ছিলাম তোয়ার সান্ত্বনা
আমি এখন ঘুরফিরি খুঁজি তোমার ঠিকানা।।