কবিতা:স্বাধীনতা তুমি
কবি:সরকার মীনা
স্বাধীনতা তুমি
সিরাজের পরাজিত আত্মার কান্না
দুইশত বছরের বঞ্চনার অবসান
মীরজাফরের অপমৃত্যু।
স্বাধীনতা তুমি
তিতুমীরের বাঁশের কেল্লা
তেভাগার কৃষক, নাচোলের যোদ্ধা
কারখানার শ্রমিক, মুক্তিকামী ছাত্রজনতা।
স্বাধীনতা তুমি
অগ্নিঝরা ৭ মার্চের ঐতিহাসিক ভাষ্ণণ
২৫ মার্চ কালোরাত্রির ভয়ংকর দুঃসময়
নির্বিচারে বাঙ্গালি নিধনের বিচারক।
স্বাধীনতা তুমি
যুবক যোদ্ধার হাতে খোলা তরবারী
শত্রু রুখে জয়টিকা পড়ে দৃপ্ত পায়ে
মায়ের কোলে ফিরে আসা।
স্বাধীনতা তুমি
বাংলা মায়ের সারাজীবনের কান্না
বীরাঙ্গনার অসমাপ্ত স্বপ্ন জয়ের
করুণ ইতিহাস।
স্বাধীনতা তুমি
বৃদ্ধ বাবার মুখে শতকষ্টের হাসি
অবুঝ বালকের না দেখা যুদ্ধ
অষ্টাদশী যুবতীর প্রথম ভালো বাসা।