কবিতা:স্নেহ ধন্য "মা"
মোঃ রেজাউল ইসলাম রেজা লেখক
মীরপুর পল্লবী ঢাকা
তারিখ:২২-০৪-২০২৫ খ্রী:।
নারী কোলে জন্মে ধন্য তুমি পুরুষ জাতির জন্য পৃথিবীতে সৃষ্টি সেরা তুমি নারী কোলে জন্মে ধন্য।
যে নারী কখনো মায়ের স্নেহধন্য যা জগৎ জননী নারী কখনো প্রিয়তমা গৃহনি সেবা আর ভালোবাসায় জগৎ জননী সেই ধন্য নারী যে সৃষ্টি জগৎতে পুরুষের জন্য প্রেম ভালবাসায় আগুন জ্বালিয়ে দিতে পারে পুরুষের হৃদয়ে ।
সেই নারী ধন্য জগৎ সংসারে যাকে খুশি করতে পুরুষ নিজের জীবন বাজি করে।
পৃথিবীর যত সৃষ্টি পণ্য জগৎজুড়ে পণ্য আমি ভেবে দেখেছি তা নারীদের জন্য সাজসজ্জা বেশি পণ্যই নারীদের বিলাসিতার জন্য তা নারীদের জন্যই।
নারীর মহৎ আত্মকথা নারী মা মায়া মমতা ভরা নারীতে মাতে মদিনা মাতে মহিয়ান যাতে মহৎ গুণ নারীরা পিছিয়ে নেই কোন যুগেও জ্ঞানী বিজ্ঞানে সৃজনশীল সৃষ্টিতে কোন কর্মে।
পুরুষরা নারীর অনু উপস্থিতিতে শৃণ্যতার কবলে পড়ে সংসার জগৎ অকার্যকর হয়ে পড়ে।
সংসার জীবন নারী অতুলনীয় সম্ভাবনার নাম নারী অর্থের শব্দবোধক শব্দ নারী পুরুষকে নিষেধ করা হয়েছে নারীওনা যা তোমার জন্য হারাম করা হয়েছে ।
প্রথম অক্ষর না অর্থ তোমাকে নিষেধ করা হয়েছে রী শব্দ রিয়া মনের কামভাব রিয়া অর্থ নারীর প্রতি আকাঙ্ক্ষা রিয়া কাম ভাব প্রকাশ পায়।
নারী যাকে স্পর্শ করো না তোমার জন্য হারাম করা হয়েছে।
এই হল নারী আগুনের স্পর্শ ব্যবহার করা জানলে আগুন দিয়ে সৃজনশীল অনেক কিছুই সৃষ্টি করা যায় যেমন আগুন দিয়ে সুষম খাদ্য রান্না করে খাওয়া যায়।
নারীদের জন্য পুরুষের যত আয়োজন পৃথিবী জুড়ে নারী এমনই একজন নারী প্রজন্ম সন্তান ধারণ করে সন্তান প্রসবের সময় কতটা কষ্ট যাতনা সহ্য করে এমনকি মৃত্যুতে পতিত হয়।
সন্তান প্রসবের সময় কত নারী অকালে প্রাণ দিয়েছে ঝরে পড়ে কত প্রাণ মৃত্যুতে পতিত হয়।
তবুও কখনো শুনতে পেয়েছো কোন নারীর মুখে যে আমি এত কষ্ট এত জাতনা সহ্য করতে পারবো না আমি মা হতে চাই না।
এই নারী হৃদয়ে মম এর চেয়েও নরম আর পাথরের চেয়েও কঠিন নারীদের সুখ নারীকে দুঃখ জাতনা কষ্ট নারী অবহেলা অবজ্ঞাতে কঠিন এর চেয়ে কঠিন হতে পারে নারীর গুনাগুন আলোচনা করে শেষ করবার মতো নয় স্বল্প সময়ে যতটুকু পেয়েছি আমার হৃদয়ের কোণে জগৎসংসারের নারী এক বিষাদের শিকার নাম নারী।
নারী ছাড়া গৃহশূন্য নারী ছাড়া পুরুষ পুরুষ অন্য বিষাদে নিয়ে কতকষ্ট যাতনা একাকিত্বের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলিয়া অজানা দুঃখের গহীনে প্রাণহীন নারী তুমি ধন্য নারী কোলে জন্মে।