কবিতার নাম-শ্বশুর বাবা
কবির নাম-আশীষ খীসা
রচনার তারিখ-১৪।০৭।২০২৫ খ্রিঃ
শ্বশুর বাবা তুমি নেই আজি আমাদের মাঝে,
তবুৃ মনে পড়ে তোমায় সকাল,দুপুর ও সাঁঝে।
তুমি চলে গেছো আমাদের ছেড়ে তিন বছর আগে,
তবু তোমার কথা প্রতিক্ষণে বারেবারে মনে জাগে।
তুমি চলে গেছো আজকের দিনে না ফেরার দেশে,
জানিনা,এখন তুমি কোথায় আছো কোন বেশে।
আজ ১৪ জুলাই ধরায় তোমার জীবনের শেষ দিন,
পরিশোধ করতে পারবো না কখনও তোমার ঋণ।
তিন বছর আগে তুমি বিদায় নিয়েছো পৃথিবী থেকে,
অথচ,তুমি তোমার কত স্মৃতি চিহ্ন গেছো রেখে।
তোমার আত্মা সুখে আছে নাকি দুঃখে আছে জানিনা,
আমরা নহে অরহৎ,তাই এতসব বলতে পারিনা।
তোমার আত্মা সুখে-শান্তিতে থাকুক এটাই করি কামনা,
পরবর্তী জন্মে পূরণ করো তোমার সকল মনোবাসনা।
আজ গেয়ে যাচ্ছি শুধু আমরা ভালো-মন্দ তোমার গান,
তোমার কত যে ছিল আমাদের প্রতি হৃদয়ের টান।
আমাদের সঞ্চিত পুন্যরাশি তোমার তরে করছি উৎসর্গ,
আমরা কামনা করি তুমি সাক্ষাৎ পাও নির্বাণ ও স্বর্গ।
তুমিও আমাদের জন্য করো মনপ্রাণ ভরে আশীর্বাদ,
চিরতরে মুছে যায় যেন সকল পাপ,গ্লানি ও অপবাদ।
তুমি যদি থাকো নরকে তুমি হও দুঃখ থেকে মুক্তি,
আজ তোমাকে নিয়ে সবার মুখে মুখে কত যে উক্তি।
তুমি আজ যেখানে থাকোনা কেন সুখী হও সদা,
মাঝে মাঝে মনে পড়ে তোমার অতীতের কত কথা।