কবিতার নাম - শীতের আত্মকথন
কবির নাম - উন্মেষন খীসা
তারিখ - ১৭।০২।২০২৫ খ্রি:
বাংলা মাস পৌষ ও মাঘ নিয়ে
আমাকে সবাই বলে শীতকাল,
আমার স্বভাব নিয়ে আমি চলি
জানিনা কাউকে করি কিনা জঞ্জাল।
প্রকৃতি,মৌসুম ও ঋতু অনুসারে
প্রতিবছর আমার হয় আগমন,
দুইমাস অতিবাহিত হওয়ার পর
বসন্তের আগমনের পূর্বে আমার হয় গমন।
আমি আসি পৃথিবীতে অনেক আশায়
ঠান্ডা,কুয়াশা ও শিশিরবিন্দু নিয়ে,
হয়তো কেউ পায় সুখ কেউ পায় দুখ
আমি ধন্য তোমাদের ভালোবাসা দিয়ে।
আমার কারণে প্রকৃতি হয় রূঢ় ও ধূসর
বৃক্ষ-গুল্মলতা পাতা যায় প্রায় শুকিয়ে,
ভোরবেলা থাকে কুয়াশার চাদরে মোড়ানো
আফসোস!দিতে পারিনা তোমাদের বুক জুড়িয়ে।
আমার খুব খারাপ লাগে যখন দেখি দরিদ্র লোক,
বৃদ্ধ-বৃদ্ধা,শিশুরা ঠান্ডায় থরথর করে কাঁপছে,
কিন্তু করার নেই আমার,আমি ব্যর্থ ও লজ্জিত
সেই কষ্টের চিত্র শুধু মনের আলপনায় আঁকছে।
পৃথিবীর সকল উদ্ভিদ,প্রাণি ও মানুষ আমার
অনিচ্ছাকৃত কর্মের জন্য তোমরা কখনও ভুল বুঝোনা,
ভাল-মন্দ নিয়ে আমি করি পৃথিবীতে বিচরণ
যদি ভুল-ত্রুটি হয় কখনও ঘৃণা ও উপহাস করোনা।