কবিতার নাম- মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্র্যাজেডি কবির নাম-আশীষ খীসা
তারিখ -২৩।০৭।২৩ খ্রিঃ
২১ জুলাই ২০২৫ খ্রিঃ দুপুর বেলায়
অপ্রত্যাশিতভাবে ঘটে গেল বিমান দুর্ঘটনা,
অসময়ে কত যে তাজা প্রাণ ঝরে গেল
কি যে আর্তনাদ,আহাজারি ও হৃদয় বিদারক দৃশ্য
হায়!কত যে করুণ মর্মস্পর্শী জ্বালাময়ী বেদনা।
ঢাকার উত্তরা দিয়াবাড়ির এলাকায় অবস্থিত
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর
এফ-৭ বিজিআই যুদ্ধ বিমান হলো বিধ্বস্ত,
কত শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকের জীবন
হঠাৎ চোখের পলকে নিমিষেই হয়ে গেল নষ্ট।
অসময়ে হঠাৎ করে দমকা হাওয়ায় ঝরে গেল
কত নিষ্পাপ মানুষের তাজা রক্ত ও প্রাণ,
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে,আকাশে
ও বাতাসে ছড়াচ্ছে তাজা রক্ত ও লাশের ঘ্রাণ।
কত শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবক এই বিমান
দুর্ঘটনায় হলো দগ্ধ,আহত ও নিহত,
মনে ছিল তাদের কত আশা,স্বপ্ন,কামনা ও বাসনা
কিন্তু সবকিছু হয়ে গেল চিরতরে ব্যাহত।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম(রাসেল)এর
এটাই ছিল তার প্রথম মিশন,
যান্ত্রিক ত্রুটির কারণে হোক,নিজের ভুল-ত্রুটি ও
অদক্ষতার কারণে হোক
তিনি নিজেই হারালেন তাঁর জীবন।
ভুক্তভোগীর করুণ দৃশ্য,আর্তনাদ ও আহাজারির
ভিডিও দেখলে মন কাঁদে ও চোখে জল আছে,
হৃদয় বিদারক দৃশ্যগুলো ভুলতে পারছিনা কখনও
প্রতিক্ষণে জ্বলজ্বল করে শুধু চোখে ভাসে।
বিশ্ববাসীর স্মৃতির দর্পণে স্মরণ ও অম্লান থাকবে
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্র্যাজেডি,
যারা দগ্ধ,আহত ও নিহত হয়েছে
এসো সবাই করি তাদের জন্য আশীর্বাদ ও প্রার্থনা
সাহায্যের তরে সবাই হই কর্ম তৎপর ও উদ্যোগী।