কবিতার নাম – ভাইরাল
কবির নাম – আশীষ খীসা
রচনার তারিখ -১২।০৬।২০২৫ খীঃ
ভাল কাজের চেয়ে খারাপ কাজগুলো
আধুনিক সমাজে ভাইরাল হয় বেশি,
হায়রে!কোন মানব সমাজে বাস করছি
আমরা কত যে নিচে নেমে গেছি।
যে কেউ যদি ভাল কাজ করে সমাজে
মনপ্রাণ দিয়ে কেউ এত দেখেনা,
তাই কর্তাবাবুর কাজে আর মন বসেনা
তাই ভাল কাজ আর আসেনা।
কর্তা হয় নিষ্ক্রিয় কর্মের দাম না পেলে
তাই কর্মের প্রকৃত গুণকে বুঝতে হবে,
সৎ ও ভাল কর্ম যদি ভাইরাল না হয়
মনে রেখো আরও কষ্ট আসবে ভবে।
মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে
নৈতিক শিক্ষা যথাযথ নিয়মিত চর্চা করে,
নৈতিক শিক্ষা যদি প্রকৃতপক্ষেই অর্জন
না হয় পাপে ভরা থাকবে জনম ধরে।
যদি পরিবার,সমাজ,জাতি ও দেশের ভাল চাও
তবে ভাল ভাল কাজগুলো ভাইরাল করো,
অশ্লীল,লজ্জাবোধ ও অশোভনীয় কাজগুলো
পরিহার করে সুন্দর ও নৈতিক জীবন গড়ো।
পরিবার,সমাজ,জাতি ও দেশের কাজে আসেনা
কাজগুলো যে ভাইরাল করে সে প্রকৃত দোষী,
যে করে তাকে পরিহার করো মানব জাতির জন্য
এসো তবে সেইসব দোষীদের দলে দলে খুঁজি।