1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

কবিতার নাম – টাকার ব্যবহার কবির নাম – আশীষ খীসা তারিখ – ২৯।০৬।২০২৫ খ্রিঃ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

কবিতার নাম – টাকার ব্যবহার
কবির নাম – আশীষ খীসা
তারিখ – ২৯।০৬।২০২৫ খ্রিঃ

দুনিয়াটা আজ কেমন হয়েছে জানো?
কি? কি? কি হয়েছে আমায় বলো।
এখন মানুষ টাকা ছাড়া কিছুই বুঝেনা,
প্রায় মানুষ চায় শুধু টাকা আর টাকা।

এই টাকা বিপদে-আপদে বন্ধু হলেও
বাস্তবিক ক্ষেত্রে শত্রু হয়ে দাঁড়িয়েছে।
কারণ টাকার জন্য মানবতা,নৈতিকতা,
আত্মীয়তা ও ভালোবাসা হারিয়ে যাচ্ছে।

তাই টাকা বন্ধুর চেয়ে শত্রু বেশি,
টাকার কারণে মানুষ মানুষকে চিনতে পারেনা,
চিনতে পারেনা তার বিবেক ও মনুষ্যত্বকে,
টাকার লোভে মানুষ মানুষকে খুন করে।

টাকার লোভে মানুষ অনৈতিক কাজ করে,
টাকায় মানুষকে দূরে ছড়িয়ে রাখে
বন্ধু ও আত্মীয়-স্বজন থেকে বহুদূরে।
টাকার নেশায় পড়ে মানুষ নিজের স্বকীয়তাকে
ভুলে যায়,ভুলে যায় আপন মানুষকে,
টাকার পিছনে ছুটতে গিয়ে মানুষ ভুলে যায়
তার অতীত সামাজিক রীতিনীতি ও ঐতিহ্যকে।

এবার বুঝেছি আসলে তো তাই,
যদি না জানি টাকার সঠিক ব্যবহার,
তবে সমাজে ঘটবে অন্যায়-অবিচার।
তাই টাকাকে করবো না অযথা ব্যবহার,
যেন থাকে টাকার যথাযথ মূল্য ও বাহার।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট