কবিতার নাম – ঘৃণা
কবির নাম – আশীষ খীসা
ঘৃণা শব্দটি উচ্চারণ করলে
কেমন কেমন যেন আমার লাগে,
কার কেমন লাগে জানি না
মন থেকে দুর করতে হবে আগে।
কাউকে যে ঘৃণা করতে নেই
ভালোবাসো সবাইকে মন থেকে,
ভালোবাসা দাও উজাড় করে
দেখবে মন আনন্দে উঠবে জেগে।
হ্যাঁ ঘৃণা করবে তুমি মন্দকে
ভালো কাজকে স্বাগত জানাবে,
প্রেম সোহাগ বাড়াতে পারলে
ঘৃণা একদিন চিরতরে পালাবে।
মানুষ বাস করে ঘৃণার সাগরে
তাই মানুষ পড়ছে অনবরত বিপদে,
কেউ চায়না বিপদে পড়তে
সবাই থাকতে চায় নিরাপদে।
যখন তখন ঘৃণা করে যারা
ভালোবাসা পায়না মানুষের থেকে,
তুমি কি চাও ঘৃণাকারীর তালিকায়
তোমার নাম সমাজে যেতে রেখে।