কবিতার নাম-গাড়ি চলছে
কবির নাম-আশীষ খীসা
তারিখ-০৬।০৮।২০২৫ খ্রি;
গাড়ি চলছে দ্রুত বেগে
চোখে ঘুমঘুম ভাব,
কখন যে পৌঁছবো গন্তব্যে
কি যে মানসিক চাপ।
জানালার ফাঁক দিয়ে আসছে
ফুরফুরে দখিনা বাতাস,
কখনও মেঘ কখনও মেঘহীন
মহাশূন্য আকাশ।
গাড়ির গতিবেগ ঘন্টায় প্রায়
৮০ কিঃমিঃ
জ্যামে যদি পড়ে তখন
গতিবেগ ০ কিঃমিঃ।
মাঝে মাঝে হঠাৎ করে
গাড়ি দেয় ঝাঁকুনি,
কখন যে কি হয় জানি না
দেহে আসে কাঁপুনি।
মহাসড়ক পথে চলছে
গাড়ি প্রতিদিন অবিরত,
দুর্ঘটনায় কত মানুষ যে
হচ্ছে আহত ও নিহত।
যাচ্ছি আমি চট্টগ্রামে
খুব জরুরী কাজে,
বাসে যাতায়াত করি খুব কম
করি মাঝে মাঝে।