কবিতার নাম- গাইতে যে মন চায়
কবির নাম – আশীষ খীসা
তারিখ – ১২।১২।২০২৪ ইং
আমি নহে সংগীত শিল্পী
তবু গাইতে যে মন চায়,
ক্ষণিকের তরে হলেও
আমি একটু গেয়ে যাই।
কেউ আনন্দ পায় বা না পায়।
তবু শুনে দেখো একটু ভাই
যদিও সুরেলা সুর নেই আমার,
আমার গান ভাল কিংবা মন্দ,
নিরানন্দ দুর করবো সবার।
থাকে যেন সদা আনন্দ।
মঞ্চে তেমন একটা গান গাওয়ার
অভ্যাস ও অভিজ্ঞতা নেই আমার,
হয়তো বা আনন্দ দিতে পারবোনা
দর্শক ও শ্রুোতা তোমাদের সবার।
আমার জীবনে মঞ্চে কোন অনুষ্ঠানে
গান গেয়েছিলাম শুধুমাত্র দুয়েকবার,
গানের কথা ও সুর ভুল হবে স্বাভাবিক
তাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবে
আমি করি এই অনুরোধ ও আবদার।