কবিতার নাম - কবি রিপন তালুকদার
কবির নাম - উন্মেষন খীসা
রচনার তারিখ - ২৬।১১।২০২৪ ইং
ফেসবুক খুলে একি দেখলাম আমি!
কবি রিপন তালুকদার তুমি নেই নাকি?
ব্লগাার ও কবি বিভাষ চাকমার দেওয়া পোস্টে
তোমার মৃত্যুর দুঃসংবাদটি প্রথম চোখে পড়লো,
তা দেখে মনটা কেমন যেন হয়ে গেলো।
বিশ্বাসই করতে পারছিলাম না আমি প্রথমেই,
পরে আস্তে আস্তে বিশ্বাস হলো তোমার মৃত্যুর
দুঃসংবাদ নিয়ে একে একে দেওয়া পোস্ট দেখেই।
তোমার কিবা এত দোষ,অপরাধ ও পাপ ছিল,
ঈশ্বর যে তোমার প্রাণ এত তাড়াতাড়ি কেড়ে নিল।
কার উপর তোমার এত অভিমান ছিল,
সৃষ্টিকর্তা তোমাকে কেন এত অল্প আয়ু দিল।
তুমি গতকাল ছিলে অথচ আজ তুমি নেই,
তুমি চলে গে়ছো সেই না ফেরার দেশে বহুদূরে,
অথচ তুমি আছো আমাদের মাঝে হৃদয় জুড়ে।
কাব্যজগত আজি বদ্ধ হাহাকার ও শূন্যতা বিরাজ করছে তুমি আর এই জগতে নেই বলে,
সাহিত্যাঙ্গন এখন চুপচাপ,নিরব-নিস্তব্ধ ও বেমানান
যেহেতু,তুমি এত সহসা সাহিত্যাঙ্গন ছেড়ে গেলে চলে।
তুমি চলে গেছো কিন্তু রেখে গেছো অনেক স্মৃতি,
সেই স্মৃতি রাখবে তোমার যশ,কীর্তির প্রীতি।
তুমি যেখানেই থাকো সেখানেই ভালো থেকো,
আমাদের কথা তোমার হৃদয়ে গেঁথে রেখো।
তোমার বিদেহী আত্মার সদগতি ও শান্তি করি কামনা,
পরপারে পূরণ হয় যেন তোমার সকল স্বপ্ন ও বাসনা।