কবিতার নাম - একদিন চা বাগানে
কবির নাম - আশীষ খীসা
তারিখ -২৩।০৬।২০২৫ খ্রিঃ
অর্ধাঙ্গিনীকে নিয়ে বেড়াতে গেলাম
হঠাৎ কোন একদিন চা বাগানে,
চা বাগানের অপরূপ দৃশ্য দেখে
খুশির দোলা লাগলো মন পবনে।
হারিয়ে গেলাম দুজনে প্রেম সাগরে
ভালোবাসার দুর্লভ অমৃত সুধায়,
গোধূলি বেলা কেউ নেই আশেপাশে
দুজনে একান্তে ছিলাম নিরালায়।
উপভোগ করলাম অনাবিল সৌন্দর্য
ছবি তুললাম যেমন খুশি তেমন,
কবিতার সাথে সংযুক্ত করলাম দু'টো ছবি
তোমরাই বলো ছবিগুলো হয়েছে কেমন?
বয়স পেকে গেলেও মনতো মানেনা
মন চায় তারুণ্যের বয়স নিয়ে আসতে,
কিন্তু সেটাতো কখনও কোনদিন সম্ভব নয়
ইচ্ছে করে নর্তকীর মত করে নাচতে।
সত্যি কথা যদি বলি চা বাগানে বেড়াতে গেলে
মন হয়ে উঠে একদম দুরন্ত ও চঞ্চল,
নিঃসন্দেহে প্রত্যেকেই স্বীকার করবে চা বাগানে
বেড়াতে গেলে ছেড়ে যেতে মন চায়না অঞ্চল।
চা বাগানে চায়ের গাছগুলো কত শোভা পায়
আর সেখানে প্রেমিক প্রেমিকা গেলেতো কথা নাই,
সবুজে সবুজে ভরা চায়ের গাছ ও অপূর্ব দৃশ্য
তোমরাই বলো সেই রোমান্টিকতা কি করে ভুলি ভাই।