কবিতার নাম -আমি আছি একা
কবির নাম – আশীষ খীসা
তারিখ -০৯।০৬।২০২৫ খ্রিঃ
আমি আছি একা
কেউ নেই ঘরে,
সবাই আছে দূরে
আমি আছি পড়ে।
নীরব নিস্তব্ধ রাত
ভাবি কত কথা,
মনে লাগে খুশি
মাঝে মাঝে ব্যথা।
প্রিয়জন না থাকলে
অসহায় মনে হয়,
গভীর রাত যদি হয়
মনে লাগে খুব ভয়।
মনে সাহস রেখে
পার করি কষ্টে রাত,
রাত যখন গভীর হয়
ঘুমে হই একদম কাত।
স্বপ্নের রাজ্যে বিভোর
দেখি কত স্বপ্ন,
রাত পেরিয়ে হয় ভোর
স্বপ্ন হয় সব ভগ্ন।
নব উদ্যমে চলি
ভোরের পরশ মেখে,
দিন পেরিয়ে যে যায়
কত স্মৃতি রেখে।