কবিতার নামঃ বাবার স্মৃতি আঁকি।
কবির নামঃ বাসুদেব বসু (শিক্ষক)।
তা ২২/০৮/২৫
ছোট্ট বেলায়
বাবার হাত ধরে,
চলেছি কত
সে কথা মনে পড়ে যায়।
বাবার প্রাণে
কত আনন্দ,
খোকা হবে বড়
বেশী আনন্দ হবে প্রাণে।
ছোট্ট বেলায়
বাহ্যিক কাজ সেরে,
বই নিয়ে পড়তাম
মনে আনন্দ নিয়ে।
পিতা মোর
শক্তি পেত,
খোকা বড় হলে
শক্তি হবে মোর।
দুঃখ-কষ্ট
থাকবে না হৃদে,
মানুষের মত
মানুষ হবে।
অতীত স্মৃতি
মনে পড়ে,
বাবা নাই আজ
বাবার স্মৃতি আঁকি।