কবিতার নামঃ আম কাঁঠালের ভার
কলমে- কামাল উদ্দীন
তারিখ -০২/০৭/২০২৫
ফল ফলাদির রাজাবাবু
এলো গ্রীষ্মকাল।
দুলাভাইয়ের বাড়ি যাবে মা,
নিয়ে আম -জাম, লিচু , কলা কাঁঠাল।
আরও সঙ্গে নেবে মা,
বিন্নি ধানের খই আর মুড়ি।
অনেক কিছু নেবে মা,
যাবে তার জামাইয়ের বাড়ি।
ফল ফলাদির সময়ে,
সবে আত্মীয়-স্বজনের বাড়ি যায়।
যাওয়া-আসা করলে সবে,
মনটা শান্তি পায়।
ফল ফলাদির অনেক গুণ,
বলার বাহিরে।
শরীর-স্বাস্থ্য ভালো থাকে,
সুস্থ সবল, বৃদ্ধি পুষ্টিগুনে।