কবিতা:রিক্সাওলার আর্তনাদ
কবি:শরীফ এলাহী
নিয়ম করে বের হলাম
রিক্সাখানি নিয়ে
দু মুঠো ভাত খাবো বলে
মানুষটানি এ রিকসা দিয়ে
হঠাৎ কখন আসলো খেকোর দল
আমার রিকসা খেলো কি করি ভাই বল
হাতে ধরলাম ধরলাম পায়ে
হলো না কোন কাজ
রিকসার সাথে ধ্বংশ
পরিবার এ কেমন স্বভাব
”স্যার আমার গাড়িটা ছাইড়া দেন
আমার পরিবার না খাইয়া মরবো গো আজ,,,
কোন কথা নাহি শুনে প্রশান
ওরা করছে ওদের কাজ
আজ যাদের করছে বেকার
লাগবে তাদেরো অভিশাপ
এটা কেমন আইন বল
আমার সোনার দেশে
গরীবের পেটে লাথি মেরে
জানযট নিরশন করে?
এতো বেকার আর অসহায়
হলো যারা তারা করবে কি
না খেয়ে কি মরবে তারা
তাদের জীবিকার উপায় কি?
সরকার যদি ভাঙগতে পারে
গড়তে সেও পারে
বেকার হলো যে কাকুরা
তাদের চাকরি দে