1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

কবিতা:মায়ের স্নেহের চাদর, কবি:কারিমা খাঁন দুলারী। খুলনা জেলা ফুলতলা বাংলাদেশ।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

কবিতা:মায়ের স্নেহের চাদর,
কবি:কারিমা খাঁন দুলারী।
খুলনা জেলা ফুলতলা
বাংলাদেশ।

মা আমার ছোট্ট বেলার, একমাত্র সাথী,
এই মা আমার জীবন ভরে,জ্বালে সুখের বাতি।
দুষ্টুমি আর খুনসুটি করি, মায়ের আঁচল তলে ভঙ্গি,
মা হলো আমার জীবনে খেলাধুলার সঙ্গী।
মা বাবা বড় হাতিয়ার, আত্মরক্ষায় হয় দেয়াল,
বাবা খুব কষ্ট করে, হাঁসি মুখ দেখার জন্য রাখে খেয়াল।

মনটা যেনো বীণি সুতায় গাঁথা,মা বাবার সোহাগ আদর,
আমি যদি আঘাত পাই,বুঝি কি স্নেহের চাদর।
জীবনের সঙ্গে যুদ্ধ করে, সুশিক্ষায় করে শিক্ষিত,
মা সিলেট চক হাতে দিয়ে, লিখতে দেয় অবিরত।
বাবা মা দোয়া করে যে সন্তানের জীবনের জন্য,
ভেবে দেখো সেই মানুষটির কথা,সে কত যে ধন্য।

এই পৃথিবীতে কিছু দিয়ে বাবা মায়ের ঋণ হয়না পুরণ,
কুলাংগার সন্তানের জন্য,হয় অকালে তাদের মরণ।
এই বাবা মা আজ তোমাদের হয়েছে চোঁখের বিষ,
রাস্তার পাশে না খেয়ে থাকে, কখনও তাদের খবর নিস।
যাঁরা করে বাবা মা কে ভালোবেসে সেবা,
মনে রেখো এই পৃথিবীতে, তুমি কিছু একটা হবা।

সন্তান ভালো হলে,মা বাবা করে কত গর্ববোধ,
আনন্দ হাঁসি ভরে ওঠে,কেউ করতে পারে না রোধ।
মা বাবার প্রতি আমাদের, আছে কত নৈতিক দায়িত্ব,
সুখের তরী পার হবে, তাঁদের দোয়ায় অবিরত।
মা, বাবার বুকে কষ্ট দেয়া, জীবনে ভুলের সমাহার,
অন্ধকার ঐ কবরে গেলে, ফেরেস্তা ধরবে চেপে ঘাড়।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট