কবিতা:ভালোবাসার অনুভূতি,
কবি:কারিমা খাঁন দুলারী।
আমি ভালোবাসি আনমনে, কখনও হয়নি বলা।
এ হৃদয়ে প্রতিধ্বনি হয়, যখন থাকি আমি একলা।
এ বুকে মোর প্রাণ নেই, তবুও করি প্রকাশিত।
অসীম অনন্ত ভাবনা গুলো, হৃদয়ে জাগে অবিরত।
কিন্তু ভালোবাসি পাহাড় সমান,ঐ আকাশ ছোঁয়া মনে।
পাবার আশায় ভালোবাসি না, বেঁচে থাক সে জীবনে।
আমি মায়া জালে বন্দি পাখি,বেড়াই উদাস হয়ে।
রক্ত ক্ষরণ বুকের স্পন্দনে, যেন তীর বিধেছে হৃদয়ে।
আমি চাতকের মত নির্জনে বসে,গাই বিরহ গান।
এখন আর তাঁর হৃদয়ে, নেই আগের মত টান।
মনটা তো মরে গেছে, বুকের মাঝে হয়েছে দাফন।
বলে ছিল ছলনা করে,সে থাকবে হয়ে আপন।
ভালোবাসা কবর দিয়েছি,এই হৃদয়ের গহীনে।
বিরহ ব্যথার যন্ত্রণা সয়ে, দাফন দিয়েছি এ মনে।
মনটা যখন উদাস হয়, আমি কবিতা লিখি তখন।
তাঁর মুখচ্ছবি ভেসে ওঠে,ডাইরিতে আঁকি সর্বক্ষণ।
কল্পনায় কত আশা আকাঙ্ক্ষা, নিরাশা হয়ে রয়।
কামনা বাসনা নিথর হয়ে, অবুঝ শিশুর মত সয়।
নির্মম মর্ম কষ্টের ব্যথা,মুখ ঢাকি শুধু আড়ালে।
অশ্রু অঝোরে ঝরতে দেখে, তুমি সরে যে দাঁড়ালে।
মনের অন্তরালে বাসর সাজিয়ে,থাকে কত আশায়।
নেই সেই ভালোবাসা মনে,দীল দরিয়ায় ভাসায়।
ভালোবাসা ফেলে অন্যের বুকে, পাওয়া যায় না সুখ।
যতদিন বাজবে এই ভবে, কাঁদবে জানি যুগযুগ।