1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

কবিতা:বৈষম্য আন্দোলন, কবি:কারিমা খাঁন দুলারী, খুলনা জেলা ফুলতলা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

কবিতা:বৈষম্য আন্দোলন,
কবি:কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা।

আমরা গর্বিত ও গরবীনি আপনাকে পেয়ে,ডঃ ইউনুস স্যার।
তাঁর মহিমায় জনগণের,দখল করেছে অন্তর।
এই বাংলাদেশের বুকে আমরা,আছি খুব সুখে।
আপনার আগে কত জনতাকে মরতে হয়েছে ধুঁকে ধুঁকে।
কি নির্মম নিষ্ঠুর কাহিনী,করেছে সেখ হাসিনা সরকার।
এই বাংলার মানুষ কে পুড়িয়ে,করে গেছে ছারখার।

সেই করুন অভিযানের খবর কিছু, আপনাকে বলি।
ছাত্রদল নাকি রাজাকার, তাঁদের বুকে করেছে গুলি।
রক্ত মাংসের মানুষ গুলো কে, ইচ্ছা মত করেছে অত্যাচার।
এমন ভাবে নির্যাতন চালায়,মনে হয় নেই দেহে হাড়।
রাতের আঁধারে প্রতিটি বাড়িতে, করেছে কত হামলা।
বাবা মায়ের বুকের ধন মেরে, দিয়েছে বুকে দহন জ্বালা।
অস্ত্র হাতে পুলিশ বাহিনী,করে অবিচার অভিযান।
বৈষম্য আন্দোলন এঁর বই খুলে দেখেন, পাবেন সব প্রমাণ।

প্রশাসন কর্তৃক খুব কঠোর,মারে বিদ্যালয়ের ক্যাম্পাসে।
কত লাশ গণভবনে, পুঁতে রাখে সেখ হাসিনার পাশে।
জীবন দিয়ে খেলেছে ষোলোটা বছর রক্তের হলি খেলা।
আজ নিভে যাইনি বুকের, ক্ষত বিক্ষত সন্তান হারা জ্বালা।
বাংলার বীর বিপ্লব দুর্বার গতিতে রুখে যায়,যত তরুণ তরুণী।
মনে পড়ে সাঈদ মুগদ্ধর জীবন কাহিনী।
গুলি করে তাজা প্রাণ,ফেলে দেয় গাড়ির উপর থেকে।
এই দৃশ্য বাবা মায়ের সামনে ঘটে,কি করে বেঁচে দেখে।

লীগ ছাড়া এই বাংলার মাটিতে, পাইনি কোনো কাজ।
বিধাতার অসীম রহমতে আমরা, আপনাকে পেয়েছি আজ।
আপনার কাছে একটা দাবি,এই বাংলার বুকে না হয় ধর্ষণ।
নিজের সন্তান মনে করে, বিচারে করবেন গর্জন।
খুব ইচ্ছা জীবনের শেষ দিন পর্যন্ত, থাকবেন বাংলাদেশে।
মন থেকে ভালবাসে, একটা কবিতা লিখলাম ভালবেসে।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট