1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৭:০৯ পূর্বাহ্ন

কবিতা:তোমার মায়া কবি:হালিমা সুলতানা তারিখ :-০৬-০৪-২০২৫খ্রি.

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

কবিতা:তোমার মায়া
কবি:হালিমা সুলতানা
তারিখ :-০৬-০৪-২০২৫খ্রি.

যখন আমি হারিয়ে যাবো তোমার মায়া ছেড়ে অন্য স্বর্গে তখনও হয়তো আমার কোন মূল্য রবে না তোমার কাছে।
অস্তিত্ব রক্ষা করার খেলায় বারবারই আমি হেরে গেছি।
হাজার টা পরাজয়ের মাঝে সারাজীবন জয়ের খোঁজে যখন আমি দিশেহারা তখন হয়তো মরীচিকার বেশে জয়ের গল্প শুনাতে এসেছিলে আমার জীবনে।
আলতো করে ছুঁয়ে ছিলে আমার অশান্ত হৃদয়ের বসতিতে।
দগ্ধ হৃদয় হঠাৎ বরফের ছোঁয়ায় কেঁপে উঠেছিল ভয়ে,আসলেই কি এই ভালোলাগার অনুভূতি বাস্তব নাকি মধ্যে রাত্রির নির্ঘুম চোখের স্বপ্ন?
দূর থেকে কোন এক ভালোলাগার বাসনা সৃষ্টি করতে পেরে নিজেকে মহাপুরুষ ভেবে আবার তুমি ফিরে গেলে নিজের আপন অস্তিত্বে।
তাইতো ভোরের শিশিরে এখন আর মুক্তা ঝরে না,ফুটে না ভালোলাগার হাজার টা শান্তির ফুল।
তুমি তোমার আপন রূপে আবার সাজালে নিজেকে অন্য দিকে আমি মহা প্রলয়ের সাথে যুদ্ধ করে নিজেকে আবার সঁপে দিয়েছি বিধাতার রহস্যের কল্যাণে।
হঠাৎ দূর থেকে ছুঁয়ে যাওয়া সুখটা আমার জীবন হঠাৎ শান্তির পাখির মতো উড়ে এসে আবার দূরে চলে গেলো মহা আনন্দে আর আমি শান্তি শান্তি শান্তি,,,,,,

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট