1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

কবিতা:তুমি হাসলে  কবি:- জাহিদ সরোয়ার 13/11/22

  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

কবিতা:তুমি হাসলে 
কবি:- জাহিদ সরোয়ার
13/11/22

তুমি হাসলে, মন ভরে যায়,
তোমার পানে চেয়ে থাকা।
জীবনের এই পথ চলায়,
তোমাকেই চাই বারবার।
তোমার হাসি বসন্তের প্রথম ফুল,
যেন পৃথিবীর সব কষ্ট ভুলিয়ে দেয়।
সেই হাসি হৃদয়ে জাগায় আলো,
যেখানে ভালোবাসা অবিরাম বয়ে যায়।
তোমার চোখে দেখি স্বপ্নের নীল ঠিকানা,
যেখানে মেঘেরা রঙ খেলে অবিরাম।
সে চোখে হারিয়ে যাই আমি প্রতিদিন,
ফেরার পথ যেন ভুলে যাই তৎক্ষণাৎ।
তোমার কণ্ঠ, নদীর মিষ্টি কলতান,
যেন বৃষ্টির পর শান্ত সকালের সুর।
সে সুরে মিশে থাকে অমৃতের সুখ,
যা হৃদয়কে বেঁধে রাখে চিরদিনের বন্ধনে।
তোমার চুল, গভীর রাতের গোধূলি ছায়া,
যা ঢেকে দেয় ক্লান্ত সময়ের শূন্যতা।
তোমার স্পর্শে জীবন পায় নতুন ধারা,
যেন শুষ্ক জমিনে ঝরেছে প্রথম বর্ষা।
তুমি যে আমার জীবনের কবিতা,
তোমার অস্তিত্বে বেঁধেছি স্বপ্নের ঘর।
তোমার পাশে জীবন রঙিন ক্যানভাস,
যেখানে সুখ দোলে নিরন্তর।
তুমি হাসলে, পৃথিবী থমকে যায়,
তোমার পানে চেয়ে থাকা।
তোমার মায়ায় হারিয়ে গিয়ে বুঝি,
তোমার মতো কেউ নেই আর কোনোদিন।
তুমি আমার ভোরের আলো,
তুমি আমার শান্তির ছায়া।
তোমাকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখি,
তোমার মায়ায় বন্দি হতে চাই অনন্তকাল।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট