1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন

কবিতা:তুমি লিখে ছিলে গান, কবি:কারিমা খাঁন দুলারী।

  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

কবিতা:তুমি লিখে ছিলে গান,
কবি:কারিমা খাঁন দুলারী।

তুমি লিখে ছিলে যে গান
ঐ গান আমার এই প্রাণ,
সে গানের সুর দিয়ে
নতুন করে পেলাম জীবন।
মনে হয় মধুময়
আমার এই ভুবন।।

সে সুরের মূর্ছনায়
ভরে যায় এ হৃদয়,
ভালোবাসা আজো আছে
গাঁথা বীণি সুতায়।
ছিড়বে না জানি এ বাঁধন
থাকবে তো চিরদিন।।
তুমি লিখে ছিলে যে গান
ঐ গান আমার এই প্রাণ ।।
সে গানের সুর দিয়ে
নতুন করে পেলাম জীবন।।

ছিঁড়ে গেছে মনোবীণার তার
ডেকে বলো কি হবে আর,
এ জীবনে কোনদিন আমি
তাঁর হতে পারবো না আর।
মন মন্দির ঘিরে আমার
স্মৃতিরা কাঁদে সর্বক্ষণ
তুমি লিখে ছিলে যে গান
ঐ গান আমার এই প্রাণ,,
সে গানের সুর দিয়ে
নতুন করে পেলাম জীবন।।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট