কবিতা:জানার আকাঙ্ক্ষা।
কবি:রকিবুল ইসলাম
তারিখঃ২০.০৫.২৫।
আচ্ছা! হঠাৎ যদি কোন কাল,কোন ক্ষণে,
আবার তোমার সাথে দেখা হয়ে যায়,
হৃদয়হীনা তুৃমি!তখনো কি মুখ ফিরিয়ে নিবে?
পাষাণী তুমি!তখনো কি মুখ ঘুরিয়ে চলে যাবে আমার সাথে কথা না বলে?
বহুকাল পর তোমায় দেখে আমি হয়ত আনন্দে উদ্বেলিত হব,আপ্লুত হব আবেগে।
কিন্তু, সুনয়না তুমি তোমার নেত্র দিয়ে আমাকে দেখে হবে কি শিহরিত,চরম পুলকিত?
উত্তরটা আমার জানা।তোমার অনুভূতিটা আমার বিপরীত হবে এটাই স্বাভাবিক।
কারণ,আমি যে তোমার যোগ্য নই,তোমাকে নিয়ে স্বপ্ন দেখার যোগ্যতা বা অধিকার কোনটা-ই আমার নেই।
তবে,-“আমারো হইয়াছে তোমাতে মরিবার সাধ।”-
আর তাইতো দুঃখের সাগর পাড়ি দিয়ে মনটা আমার তোমার কাছেই ছুটে যেতে চায় বারবার, বরাবর।
ভাল থেক তুমি আমার মন্দ থাকার বিনিময়ে,সুখে থেক তুমি আমার সকল দুঃখের বিপরীতে।প্রাপ্তিতে পরিপূর্ণ হও তুমি,আমার সকল অপ্রাপ্তির বিনিময়ে।
– “তোমার স্বপ্নে দেখা দুঃস্বপ্ন।”