কবিতা:এইতো ভালো
কবি:গাজী লতা ইসলাম
আমার একটা ছোট্টো প্রদীপ
আধার ঘরে জ্বলতো
নিশি রাতে মিটিমিটি
সুখের কথা বলতো।
মনে মনে কথা হতো
আরও কতো গল্প
খুব বেশি নয় আলো তাহার
ছিলো অনেক অল্প।
হঠাৎ করে বয়ে গেলো
আচমকা এক ঝড়
সেই ঝড়েতেই প্রদীপ আমার
হলো যে চুরমার।
নামলো আঁধার ভরলো ভুবন
আরও কঠিন দেয়া
আলোর মাঝে এতো কালো
যায় কি মেনে নেয়া।
তবুও আমি চলছি এ-পথ
চোখের আলো দিয়ে
বেঁচে আছি এই তো ভালো
বিধির কৃপা নিয়ে।