1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

কবিতাঃ- শিরোনামঃ- মেজর জিয়া কবি- কবির আহমদ রচনা কালঃ- ১৯/০১/২০১২ খ্রি.

  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

কবিতাঃ-
শিরোনামঃ- মেজর জিয়া
কবি- কবির আহমদ
রচনা কালঃ- ১৯/০১/২০১২ খ্রি.

বগুড়া জেলার একটি গ্রাম বাগবাড়ি তার নাম,
জন্মিলেন এক মহান শিশু জিয়াউর রহমান ।

১৯৩৬ সালের ১৯শে জানুয়ারি সুন্দর এক সকাল,
জন্মের পরে পিতার আদরে নাম হলো তার “কমল”।

তাহার আগমনে পাখি করে গান ফুলেতে সৌরভ,
প্রকৃতিরা হেসে উঠে বলে, শিশুটি বঙ্গভূমির গৌরব ।

চার বছর বয়সে তার পিতা চলে গেলেন কলকাতায়,
শিক্ষা জীবন শুরু হলো সার্কাস পার্কের পাঠশালায় ।

দ্বিতীয় মহাযুদ্ধে পড়লো ব্রিটিশ রাজা বেকাদায়,
জাপানি বোমার আতঙ্কে চলে এলেন বগুড়ায় ।

মহাযুদ্ধ চলাকালে বাগবাড়ি গ্রামের স্কুলে,
গৌরবের ওই শিশু কমল কিছুকাল শিক্ষা নিলে ।

মহাযুদ্ধ শেষে কর্মস্থলে পিতার কাছে এসে,
হেয়ার স্কুলে ভর্তি হয়ে পড়লো সপ্তম ক্লাসে ।

১৯৪৭ এর বিভক্তিতে পিতা গেলেন করাচিতে,
একাডেমিতে মেট্রিক পাস করলো তিনি বায়ান্নতে ।

১৯৫৩ সালে জিয়া পাক সেনাতে যুক্ত হলো,
১৯৬৫ তে পাক ভারত যুদ্ধে বীরত্বে মুগ্ধ করলো ।

১৯৭১ সালে বাঙালি জাগে স্বাধীনতার দাবিতে,
পাক সেনারা গণহত্যা চালায় অপারেশন সার্চলাইটে ।

মুজিব হলো অন্তরীন, নিয়ে গেল জেলখানায়,
বাঙালিরা দিশা পেলো জিয়া তোমার ঘোষণায় ।

পাক বাহিনীর হত্যা লীলা ২৫ শে মার্চ কাল রাতে,
খবর শুনে জিয়া তুমি রুখিয়ে দিলে সাথে সাথে ।

কালুঘাটের বেতারে দিলে স্বাধীনতার ঘোষণা,
জীবন দিয়ে বাঙালি করে মুক্তিযুদ্ধের সূচনা ।

উচ্চারিলে বীর দর্পে, “আমি মেজর জিয়া বলছি,
আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি”।

একটি ঘোষণাতে জাতি পথ খুঁজে পেলো,
রক্তক্ষয়ী যুদ্ধ করে বিজয় এনেছিলো ।

৩০শে মে ১৯৮১তে বিপথগামী সেনার হাতে,
চট্টগ্রামে টার্কিট হাউসে শহীদ হলেন গভীর রাতে ।

জাতি হারায় সঠিক নেতা, কাঁদে শুধু মানবতা,
বাঙালি আর বিশ্ববাসী ভুলিবেনা জিয়ার কথা ।

যতদিন লাল সবুজ পতাকা থাকবে উদিয়মান,
ততদিন বাংলার পথে প্রান্তরে মানুষের অন্তরে রবে,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট