কবিতাঃ মা'র তুলনা মা'ই
মোঃ বদরুল হুদা
০৫-১১-২৪
মা'র তুলনা এই ভুবনে শুধু মা'ই হয়,
মায়ের মত আপন ভবে অন্য কেহ নয়।
আদর স্নেহ ভালোবাসা উজার করে দেয়,
মমতারই আঁচল দিয়ে বুকে টেনে নেয়।
জন্ম নিলে মা জননী দেখে শিশুর মুখ,
প্রসব ব্যথা ভুলে গিয়ে মনে লাগে সুখ।
আদর করে কোলে নিয়ে ছোঁয়ায় পরশ তাঁর,
ছোট্ট শিশু চুপটি থাকে পরশ পেয়ে মা'র।
সন্তানেরই মুখটা দেখে ভরে মায়ের মন,
সে যে হলো মায়ের কাছে সর্বশ্রেষ্ঠ ধন।
সন্তান লালন করতে মায়ে কষ্ট করে বেশ,
তবু সদা মায়ের মুখে থাকে হাসির রেশ।
যাদুসোনা সোনামণি বলে ডাকে মায়,
মায়ের মধুর ডাকে সন্তান মনে শান্তি পায়।
এই ভুবনে মা'র তুলনা হয় না কভু তাই,
শ্রদ্ধা ভক্তি করে মাকে বুকে দিও ঠাঁই।
মায়ের সেবায় স্বর্গ মিলে মনে শান্তি বয়,
সুখে -দুখে মা জননী সদা পাশে রয়।
আদর স্নেহ সুখের খনি জীবন মাঝে মা,
মা'র তুলনা কারো সাথে কভু হবে না।